মুসলিমদের দুর্বলতা
আমরা নিজেদের অযোগ্যতা ডেকে রাখার জন্যে অন্যদেরকে গালাগালি করি। যেমন ধরুন, ইবনে সিনার চিকিৎসা নিয়ে গবেষণা করেছেন, এমন একজন মুসলিম একাডেমিক বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। অথচ, কেবল ইসরাইলের তেলাআবিব বিশ্ববিদ্যালয়ে-ই কয়েকজন ইহুদি একাডেমিক রয়েছেন, যারা ইবনে সিনার চিকিৎসা নিয়ে বিশ্ববিখ্যাত গবেষণা করেছেন।
ইবনে সিনার ‘আল কানুন ফিত্তিব’ বইটি বাংলা ভাষায় এখনো অনুবাদ হয়নি, অথচ, ইহুদিদের ইবরানী ভাষায় বইটি শতাধিক বার অনুদিত হয়েছে। ইবনে সিনার চিকিৎসা পদ্ধতি নিয়ে বর্তমানে পৃথিবীতে যারা গবেষণা করছেন, তাঁদের ৯০% ইহুদি।
যারা জ্ঞানে এগিয়ে থাকে, তারাই বিশ্ব শাসন করবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে, আমরা মুসলিমরা নিজেদের অযোগ্যতা ডেকে রাখার জন্যে ইহুদিদেরকে কয়েকটা গালাগালি করে নিজেদের ‘ধর্মীয়’ দায়িত্ব পালন করবো।
অবশ্য, ইহুদিদের গালাগালি করা যত সহজ, তাঁদের কোকা কোলাটা খাবারের টেবিল থেকে সরানোটা তত সহজ নয়।