পরিচয়
জোবায়ের আল মাহমুদ সবচেয়ে সহজ ও কম সময়ে ভাষা শেখার পদ্ধতি নিয়ে ২০১৫ সাল থেকে গবেষণা করছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন মানুষকে সবচেয়ে সহজ পদ্ধতিতে আরবি ভাষা শেখাচ্ছেন।
ইসলামিক স্টাডিজ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাফসির পড়েছেন তুরস্কের উলুদাগ বিশ্ববিদ্যালয়ে এবং হাদিস পড়েছেন তুরস্কের গুমুশহানে বিশ্ববিদ্যালয়ে। আরবি, তার্কি ও ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষা জানেন।
আমেরিকান টিভি চ্যানেল ৭৮৬-এর উপস্থাপক, ত্রৈমাসিক ‘পুনর্পাঠ’ জার্নালের সম্পাদক, এবং ‘কুরআনিক অ্যারাবিক ইন্সটিটিউট’-এর পরিচালক। রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ডপ্রাপ্ত বই ‘কুরআনের শব্দাবলি’র লেখক এবং ‘রিক্লেইমিং দ্যা মস্ক’ বইয়ের অনুবাদক। এছাড়া আরবি, তার্কি ও ইংরেজি ভাষা থেকে বিভিন্ন লেকচার, কার্টুন ও প্রবন্ধ অনুবাদ করেছেন।
জোবায়ের আল মাহমুদ
লেখক |অনুবাদক | উপস্থাপক | প্রশিক্ষক
ইসলাম ও আরবি ভাষা নিয়ে জানতে আগ্রহী। নিজের জানা বিষয়গুলো অন্যের সাথে শেয়ার করতে উৎসাহী।
সোশ্যাল মিডিয়া
যোগাযোগ
আপনার কোনও প্রশ্ন বা পরামর্শ আছে?
এ সাইটের কোনও লেখা নিয়ে আপনার প্রশ্ন বা পরামর্শ থাকলে এখানে দেওয়া বক্সে লিখে আমাদেরকে জানান। কুরআনিক অ্যারাবিক কোর্স বা বই বিষয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠাতে পারেন। আমরা দ্রুত রিপ্লাই দেবো ইনশাআল্লাহ।