প্রকৃতি ও ফেরেশতার সম্পর্ক

নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস না করলেও প্রাকৃতিক শক্তিকে বিশ্বাস করে। নাস্তিকরা যে শক্তিকে প্রাকৃতিক শক্তি মনে করে, আমরা সেটাকে ফেরেশতা মনে করি।

যেমন, আল্লাহর পক্ষ থেকে ঝড় তুফান প্রদানের দায়িত্বে আছেন মিকাইল (আ)। কোথাও ঝড়-তুফান হলে নাস্তিকরা বলেন, “প্রাকৃতিক শক্তির কবলে পড়েছে বাংলাদেশ”। কিন্তু, আমরা মনে করি, “আল্লাহ তায়ালা মিকাইল (আ)-এর মাধ্যমে ঝড়-তুফান দিয়েছেন।”

আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হলে আমাদেরকে অবশ্যই ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হয়। কারণ, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, তারা মহাবিশ্বের বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে আল্লাহর বিপরীত শক্তি হিসাবে দাঁড় করিয়ে ফেলেন, যা শিরক।

ফেরেশতাদেরকে বিশ্বাস করার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে, মহাবিশ্বের বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো আল্লাহর বিপরীত শক্তি নয়, বরং আল্লাহর বাধ্য ও আল্লাহর সদা অনুগত শক্তি।

আরো পোস্ট