ইসলামে কি পরিবর্তনশীল? – ড আহমদ রাইসুনী
ইসলামে দুটি বিষয় আছে। একটি হলো অপরিবর্তনশীল বিষয়, যা ইসলামের একেবারেই মূল বিষয়। আরেকটি বিষয় হলো পরিবর্তনশীল, যা বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির আলোকে পরিবর্তন হয়। অর্থাৎ, ইসলাম দুটি বিষয় নিয়ে এসেছে। একটি হলো ওহী, অন্যটি হলো ইজতিহাদ বা গবেষণা। ইজতিহাদ রাসূল (স)-এর যুগ থেকে শুরু হয়েছে, তিনি সাহাবাদেরকে ইজতিহাদ বা গবেষণা করা শিখিয়েছেন, এবং গবেষণা করার বৈধতা দিয়েছেন।
ইজতিহাদ করার বৈধতা সকল আলেম, জ্ঞানী, চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও ধর্মীয় নেতাদের রয়েছে। তারা ধর্মীয় সমস্যা সমাধানের জন্যে ইজতিহাদ করতে পারবেন। কিন্তু, তাঁদেরকে ধর্মের মূলনীতি ও ধর্মের উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে।
আমাদের আলেম ও স্কলারদের উচিত ইসলামের অপরিবর্তনশীল বিষয়গুলোকে আমলে নিয়ে বর্তমান সময়ের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার জন্যে ইজতিহাদ করা।
– উস্তাদ আহমদ রাইসুনী, মুসলিম স্কলারদের সভাপতি।