রাজনীতিবিদদের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে

নতুন দলের লোকজনকে পুরাতন দলের লোকজনেরা জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। এ ক্ষেত্রে নতুন দলের লোকজনের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে। যেমনটা এরদোয়ান দিয়েছেন।

এরদোয়ান সম্পর্কে অভিযোগ করে নাজিমুদ্দিন এরবাকান বলেন –

“আপনারা আমাকে বলছেন, “আমি কেন আমার ছাত্র এরদোয়নদের বিরুদ্ধে কথা বলছি?” আমি আসলে তাদের বিরুদ্ধে কথা বলছি না। আমি তাদের বড় ভাই, তাদের মুক্তি কামনা করি। তারা যা করছে, তা গুনাহের কাজ। তারা এসব থেকে আর নিজেকে রক্ষা করতে পারবে না। এরদোয়ান কেয়ামতের দিন কিভাবে আল্লাহকে হিসাবে দিবে? এরদোয়ান যদি বলে “আমি মাদ্রাসায় পড়েছি, আমার স্ত্রী হিজাব পরে, আমি নামাজ নিয়মিত পড়ি” তাতেও সে কিয়ামতের দিন মুক্তি পাবে না। কারণ, এরদোয়ান ইহুদিদেরকে সাহায্য করেছে, সে ইজরাইলকে সাহায্য করেছে, ইজরাইলের তৈরি পুঁজিবাদকে গ্রহণ করেছে। এই পুঁজিবাদ পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র আফ্রিকাকে পৃথিবীর সবচেয়ে ফকির রাষ্ট্র বানিয়েছে। ৩ মিলিয়ন শিশুকে খাদ্যহীন রেখেছে। এরদোয়ান এসব জুলুমকে সাহায্য করছে। কিয়ামতে দিন সে এসব জুলুম থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে? এরদোয়ান যদি বলে, “আহা, আমি তো এসব জানতাম না” তাহলে কি এরদোয়ান নিজেকে রক্ষা করতে পারবে? কেয়ামতের দিন এরদোয়ান কখনো নিজেকে রক্ষা করতে পারবে না।”

নাজিমুদ্দিন এরবাকানের উপরোক্ত কথাগুলো সম্পর্কে এরদোয়ানকে জিজ্ঞাস করা হলে এরদোয়ান বলেন –

“সত্য কথা বলতে আমি আসলে উনার কথাগুলো দেখি না। আমাদের অফিসে একসাথে প্রায় ৪০টি টেলিভিশনকে সারাদিন পর্যবেক্ষণ করা হয়। সেখান থেকে বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাকে জানানো হয়। তবে আমি কিছুটা দুঃখ পেয়েছি। আমার দুঃখের কারণ হলো, আমি আঠারো বছর থেকে শ্রদ্ধেয় এরবাকানের সাথে যুক্ত হয়ে দেশের সেবা করেছি। একেবারে ছোট থেকে শুরু করেছি, প্রথমে সমর্থক হয়েছি, এরপর কর্মী হয়েছি, এরপর শাখা সভাপতি হয়েছি, উপজেলা সভাপতি হয়েছি, এবং ৩১ বছর বয়সে জেলা সভাপতি হয়েছি। অন্য কাউকে না পাওয়ায় আমাকে জেলা সভাপতি বানানো হয়েছে। এসব বলতে গেলে এখন আজকে রাত শেষ হয়ে যাবে।

আমার দুঃখের কারণ হলো, আমাকে উনারা সব ধরণের অপমান করছেন। আমাকে নিয়ে হাসিঠাট্টা করছেন। কিন্তু, আমি ৮০ বয়সী এরবাকানের বিরুদ্ধে কখনো কিছু বলিনি। এবং তাঁর কোনো অভিযোগের জবাবও কখনো দিবো না। আমি শ্রদ্ধেয় এরবাকান থেকে যে শিক্ষা পেয়েছি, তাতে উনার কথার জবাব দেয়াটা আমার জন্যে উচিত নয়। আমি কখনো তাঁর কোনো কথার জবাব দিইনি, এবং ভবিষ্যতেও দিবো না। এ বিষয়ে আর কোনো কথা বলতেও আমি ইচ্ছুক নই।”

______

এরদোয়ান এরবাকান সম্পর্কে আজ পর্যন্ত খারাপ একটা কথাও বলেননি। বাংলাদেশে যারা নতুন রাজনীতি করছেন, তাদেরকে যতই উপহাস করা হোক, তবু তারা পুরাতন দলকে নিয়ে কোনো খারাপ কিছু বলা উচিত নয়।

27 April, 2019, 11:25 PM

আরো পোস্ট