ইসলাম ও শরিয়ত কি?
ইসলাম বলতে অনেকে কেবল মুহাম্মদ (স)-এর শরিয়তকেই বুঝে। অথচ, সকল নবী-রাসূলের শরিয়তের সমষ্টি হলো ইসলাম।
শরিয়ত বলতে অনেকে কেবল আইন, কানুন ও হুকুমকে বুঝে। অথচ, ইবাদাত, দান-সদকা, বিয়ে, ভালোবাসা, সবকিছুই শরিয়তের অন্তর্ভুক্ত।
আইন-কানুন বলতে অনেকে কেবল শাস্তির আইন বুঝে। অথচ, ক্রয়-বিক্রয় থেকে শুরু করে জায়গা-জমি বণ্টন সহ অনেক কিছুই ইসলামী আইন-কানুনের অন্তর্ভুক্ত।
আমরা যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, তখন অনেকেই ভাবে, আমরা বুঝি কেবল চুরি ও ব্যভিচারের শাস্তির কথা বলছি। অথচ, এটা ইসলামের খুবই ক্ষুদ্র একটি বিষয়।
3 October 2018 at 20:24