সমাজের পরিবর্তন হয় কিভাবে?
সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে আমরা প্রায়ই বলি, “ভাই, এটা করুন, ওটা করবেন না” “এটা করা উচিত, ওটা করা উচিত না”, “এটা হালাল, ওটা হারাম”, ইত্যাদি, ইত্যাদি…। আসলে এতে সমাজের তেমন কোনো পরিবর্তন হয় না।
তাহলে সমাজের পরিবর্তন হয় কিভাবে?
আমরা যখন ভালো কোনো কাজ করি, তখন আমাদের আশেপাশের মানুষেরা আমাদের ভালো কাজগুলো দেখে তারাও ভালো কাজ করার চেষ্টা করে, এবং এর ফলে সমাজ ভালো হতে শুরু করে। অন্যদিকে, আমরা মুখে যতই ভালো ভালো কথা বলি না কেন, অথবা, ফেইসবুকে যতই ভালো ভালো কথা লিখি না কেন, নিজেরা যদি ভালো কোনো কাজ না করি, তাহলে সমাজ কখনো ভালো হয় না।
এটাই পৃথিবীর নিয়ম।
ধরুন, আপনি যদি একজন বাবা অথবা মা হন, সন্তানকে আপনি যতই বলুন “এটা কর, ওটা করো না”, তারা আপনার কথা শুনবে না। আপনি যা করবেন, আপনার সন্তান তাই অনুসরণ করবে। আপনি যদি সত্য কথা বলেন, তাহলে আপনার সন্তানেরাও সত্য কথা বলবে। আর, আপনি যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনার সন্তানকে যতই সত্য কথা বলার উপদেশ দিবেন, সে আপনার কথা শুনবে না। সেও মিথ্যা কথা বলবে।
একইভাবে, একজন ইমাম, স্কলার, পীর, ধর্মীয় নেতা বা ফেইসবুক লেখক হিসাবে আপনি যতই বলুন না কেন, “এটা করুন, ওটা করবেন না”, মানুষ আপনার কথা শুনবে না। মানুষ তাই করবে, যা তারা আপনাকে করতে দেখে।
রাসূল (স)-এর জীবনে ঠিক এমনি একটি ঘটনা ঘটেছিল। হাদিসটি হলো –
“মিসওয়ার ইবনে মাখরামা (রা:) বলেন, (হুদাইবিয়ার) সন্ধিপত্র লেখা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন, “তোমরা উঠ, কুরবানি কর, এবং মাথা কামিয়ে ফেল”। রাবী বলেন, আল্লাহর কসম! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তিনবার বলার পরও কেউ উঠলেন না।
সাহাবীদের কাউকে উঠতে না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা (রা:)-এর কাছে এসে লোকদের এ আচরণের কথা বললেন। উম্মে সালামা (রা:) বললেন, হে আল্লাহর নাবী! আপনি যদি এমনি পছন্দ করেন, তাহলে আপনি বাইরে যান এবং তাদের কারো সাথে কোনো কথা না বলে আপনি আপনার উটটি কুরবানি করুন এবং ক্ষুরকার ডেকে আপনার নিজের মাথা মুড়িয়ে নিন।
এরপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন এবং কারো সাথে কোনো কথা না বলেই নিজের পশু নিজে কুরবানি দিলেন এবং একজন ক্ষুরকারকে ডেকে নিজের মাথা মুড়িয়ে নিলেন। তা দেখে সাহাবীগণ উঠে দাঁড়ালেন, সবাই নিজ নিজ পশু কুরবানি দিলেন এবং একে অপরের মাথা কামিয়ে দিলেন। অবস্থা এমন হল যে, ভিড়ের কারণে একে অপরের উপর পড়তে লাগলেন।”
[সহীহ বুখারী, মাকতাবায়ে শামেলা, হাদিস নং – ২৭৩১]
দেখুন, তিনি আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও এবং একটি কথা তিনবার বলার পরেও সাহাবীগণ তাঁর কথা শুনতে চাননি। কিন্তু পরে তিনি নিজেই যখন কাজটি করলেন, তখন সাহাবিদের আর কাউকে কিছু বলতে হয়নি, সবাই নিজ থেকেই কাজটি করতে ব্যস্ত হয়ে পড়লেন।
এটাই হলো সমাজ পরিবর্তনের পদ্ধতি। সকল কাজ আগে নিজেই শুরু করতে হয়।
এ কারণেই আল্লাহ তায়ালা সূরা ৬১. সাফ, ২ নং আয়াতে বলেন –
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ
“হে মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?”
June 11, 2017 at 3:19 AM ·