ইসলামন্থী কাকে বলে?
মুসলিমদের মত প্রকাশের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষার জন্যে যারা সংগ্রাম করে, তাঁদেরকে ইসলামপন্থী বলা হয়। একজন মুসলিম হবার জন্যে যেমন ইসলামপন্থী হওয়া জরুরী নয়, তেমনি একজন ইসলামপন্থী হওয়া জন্যেও মুসলিম হবার জরুরী নয়।
আবু তালিব রাসূল (স)-এর ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছিলেন, সে অর্থে তিনি একজন ইসলামপন্থী; কিন্তু তিনি একজন মুসলিম নন। এ কারণে ইসলামপন্থীদের দলে যে কোনো অমুসলিম প্রবেশ করতে পারেন, যদিও বাংলাদেশের ইসলামপন্থীদের দলে কোনো অমুসলিম নেই।
__________
মুসলিম ও ইসলামপন্থীদের মাঝে অনেক পার্থক্য রয়েছে। ইসলাম যদি অনেক বড় একটি ঘর হয়, তাহলে ইসলামপন্থা হলো তার ছোট্ট একটা কক্ষ। সম্পূর্ণ ইসলামকে রাজনৈতিক চোখে দেখার নাম ইসলামপন্থা। ইসলামকে বুঝার এটি একটি নতুন পদ্ধতি। ঊনবিংশ এবং বিশ্ব শতাব্দীতে উপনিবেশবাদের বিরোধিতার মাধ্যমেই ইসলামপন্থীদের ইতিহাস শুরু হয়েছে, কিন্তু মুসলিমদের ইতিহাস অনেক পুরাতন।
একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বা রমজানের রোজা রাখলে তিনি মুসলিম, কিন্তু ইসলামপন্থী নন। ইসলামপন্থী তাঁরাই, যাদের একটি রাজনৈতিক দর্শন রয়েছে। একজন মুসলামের জন্যে ইসলামপন্থী হওয়া জরুরী নয়, আবার ইসলামপন্থী হওয়া খারাপ কিছুও নয়।
বর্তমান সময়ে দুই ধরণে ইসলামপন্থী রয়েছে। ১) মতাদর্শিক ইসলামপন্থী, ২) বাস্তববাদী ইসলামপন্থী। উভয় ইসলামপন্থী ইসলামকে রক্ষা করতে চায়, তবে একেক দলের পদ্ধতি একেক রকম।
মতাদর্শিক ইসলামপন্থীগণ বাস্তবতার চেয়ে মতাদর্শকে বেশি গুরুত্ব দেন। অন্যদিকে বাস্তববাদী ইসলামপন্থীগণ মতাদর্শের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেন। তুরস্কের একে পার্টি ও তিউনেশিয়ার আন-নাহদা পার্টি হলো বাস্তববাদী ইসলামপন্থীর উদাহরণ।
বাংলাদেশে বাস্তববাদী ইসলামপন্থীদের কোনো দল এখনো সৃষ্টি হয়নি।