আলাক সূরার ব্যাখ্যা
কোর’আনের প্রথম সূরার নাম ‘আলাক’। আলাকের অনেক অর্থ রয়েছে, তন্মধ্যে একটি অর্থ হলো ‘সংযুক্ত করা’, ‘সম্পর্ক সৃষ্টি করা’, ‘একটা কিছুর সাথে অন্য কিচ্ছুকে বাধা’, অথবা, ‘কোনো কিছুর মধ্যে অন্য কিছুকে ঝুলিয়ে রাখা’।
আলাক সূরার মাধ্যমে মানুষের সাথে সর্বপ্রথম আল্লাহর সম্পর্ক সৃষ্টি হয়। তাই এই সূরাকে আলাক সূরা বলা হয়।
১ম আয়াত।
মক্কার খারাপ মানুষদের দেখে রাসূল (স)-এর খুবই মন খারাপ। মনের দুঃখে পাহাড়ে চলে গেলেন, হেরা গুহায়। দিনের পর দিন পাহাড়েই থাকেন। উপর থেকে মানুষকে দেখেন। মানুষকে বুঝার চেষ্টা করেন। কিন্তু মানুষ বোঝা বড় দায়। নবী ঠিক বুঝে উঠতে পারছেন না। কেন মানুষ এমন? কেন একে অপরের ক্ষতি করে? কেন কেউ বড় কেউ ছোট?
এ প্রশ্নগুলোর উত্তর দিতে আল্লাহ নাযিল করলেন –
اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذ۪ي خَلَقَۚ
“পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।”
অর্থাৎ, মানুষকে আপনার প্রভুর দৃষ্টিতে দেখুন। মানুষকে যখন প্রভুর দৃষ্টিতে দেখা হয়, তখন মানুষকে বুঝা অনেক সহজ হয়।
২য় আয়াতে এসে মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি শিক্ষা দিচ্ছেন আল্লাহ।
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍۚ
“তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক বা রক্ত থেকে।”
অর্থাৎ, সকল মানুষের সৃষ্টি হয়েছে রক্ত থেকে। সকল মানুষ যেমন তার মায়ের সাথে সম্পর্কিত, তেমনি সকল মানুষ তাঁর রবের সাথেও সম্পর্কিত।
কোর’আনের প্রথম দুই আয়াতের উদ্দেশ্য আল্লাহর সাথে মানুষের সম্পর্ক সৃষ্টি করা এবং আল্লাহর দৃষ্টিতে মানুষকে বোঝার চেষ্টা করা।