প্লেটোর ‘রিপাবলিক’ ও ইমাম শাফেয়ীর ‘রিসালা’র মধ্যে মিল কি?
‘প্লেটোর রিপাবলিক’ কিতাবটির সাথে উসুলে ফিকহ বিষয়ে লিখিত ইমাম শাফেয়ীর ‘রিসালাহ’ বইটির অনেক মিল রয়েছে।
‘প্লেটোর রিপাবলিক’ বইতে প্লেটো ও তার বন্ধুরা দার্শনিক সক্রেটিসকে বিভিন্ন প্রশ্ন করে, আর সক্রেটিস যুক্তি-বুদ্ধির মাধ্যমে এক এক করে সবগুলো প্রশ্নের সহজ-সরল উত্তর দিয়ে যায়। ‘রিসালাহ’ গ্রন্থেও ইমাম শাফেয়ীর ছাত্ররা তাকে বিভিন্ন প্রশ্ন করেন, আর ইমাম শাফেয়ী তার যুক্তি-বুদ্ধির মাধ্যমে এক এক করে সব প্রশ্নের উত্তর দিয়ে যান।
এখানে পার্থক্য হলো, সক্রেটিস কেবল যুক্তি-বুদ্ধি দিয়েই উত্তর শেষ করেন, কিন্তু, ইমাম শাফেয়ী তার যুক্তি-বুদ্ধি দেয়া শেষ হলে কোর’আন ও হাদিস থেকে উদ্ধৃতি প্রদান করেন।