ম্যালকম এক্স এর বাণীসমূহ
২১ ফেব্রুয়ারি উস্তাদ ম্যালকম এক্স (রাহিমাহুল্লাহ) এর শাহাদাত বার্ষিকী।
তাঁর কয়েকটি কথা স্মরণ করছি –
– যদি তোমার কোনো সমালোচনা না থাকে, তাহলে সম্ভবত তোমার কোনো সফলতাও নেই।
– আমি সত্যের পক্ষে, সে সত্য কে বলেছে, তা ব্যাপার নয়। আমি ন্যায়ের পক্ষে, কে ন্যায়ের পক্ষে বা বিপক্ষে, তা ব্যাপার নয়।
– সত্য ও ন্যায়ের কথা যেই বলুক না কেন আমি তার পক্ষে।
– শিক্ষা হলো ভবিষ্যতের পাসপোর্ট। ভবিষ্যৎ কেবল তাদের জন্যেই, যারা বর্তমানে নিজেকে তৈরি করে রেখেছে।
– যদি তুমি সতর্ক না হও, তাহলে পত্রিকাগুলো তোমাকে শেখাবে যে, অত্যাচারীকে ভালোবাসো, এবং নির্যাতিতকে ঘৃণা করো।
– স্বাধীনতা ছাড়া কারো কাছে শান্তির বানী পোঁছানো যায় না। কারণ, কোনো মানুষ ততক্ষণ শান্তি পায় না, যতক্ষণ তার স্বাধীনতা থাকে না।
– তোমাকে কেউ স্বাধীনতা দিবে না। দিবে না ন্যায়বিচার বা অন্য কিছু, সব তোমাকেই অর্জন করে নিতে হবে।