“খ্রিস্টীয় সেকুলারিজম” কি?

আমাদের মুসলিমদের মতো আগে খ্রিস্টান ধর্মেও নানা ফেরকা ছিলো। এখনো আছে। তবে, আগে খ্রিষ্টানদের এক ফেরকা রাষ্ট্রের কাছে গিয়ে বলতো, ঐ ফেরকার ওয়াজ বন্ধ করেন, ঐ ফেরকাকে অ-খ্রিস্টান ঘোষণা করেন, ইত্যাদি। 

রাষ্ট্র দেখলো যে, খ্রিষ্টানদের প্রত্যেক ফেরকাই রাষ্ট্রের কাছে গিয়ে আবেদন করে, অন্য ফেরকাকে নিষিদ্ধ করে দেয়ার জন্যে। 

পরবর্তীতে খ্রিষ্টান রাষ্ট্র অনেক ভেবেচিন্তে একটা নিয়ম বের করলো, যার নাম ‘ফেরকানিরপেক্ষ’ বা ‘সেকুলারিজম’। অর্থাৎ, রাষ্ট্র কোনো ফেরকার পক্ষ হয়ে কাজ করবে না। এ সিদ্ধান্ত নেয়ার পর থেকে তাদের রাষ্ট্রে খ্রিস্টীয়-ওয়াজ করার কারণে কাউকে আর দেশ ত্যাগ করতে হতো না।

Feb 6, 2020, 10:43 PM

আরো পোস্ট