ইসলামের বিভিন্ন শাখা ও এর সৌন্দর্য
ইসলাম হলো একটি গাছের মতো। একটি উচ্চতা পর্যন্ত যে কোনো গাছের একটিমাত্র কাণ্ড নিয়ে বড় হতে হয়, সেখানে কোনো ভিন্নতা বা শাখা থাকে না। তেমনি ইসলামেরও কিছু বিষয়ে কোনো মতবিরোধ নেই। যেমন, আল্লাহ এক, মুহাম্মদ আমাদের রাসূল, কাবার দিকে ফিরে নামাজ পড়া, ফজরের সালাত দুই রাকাত, নামাজের জন্যে পবিত্র হতে হয়, ইত্যাদি বিষয়ে কোনো মতবিরোধ নেই।
কিন্তু, একটি গাছ যেমন বড় হবার সাথে সাথে একাধিক শাখায় বিভক্ত হয়, তেমনি ইসলাম ধর্মে নিয়ম-কানুনগুলো বিস্তারিত হবার সাথে সাথে স্বাভাবিকভাবেই একাধিক শাখায় বিভক্ত হয়। প্রতিটি শাখা আবার বিভিন্ন শাখায় বিভক্ত হয়। এভাবে গাছ যত বড় হয়, শাখা তত বাড়তে থাকে। এটাই গাছের সৌন্দর্য।
সমস্যা সৃষ্টি হয় তখনি, যখন একটি শাখা নিজেকেই গাছের একমাত্র শাখা হিসাবে দাবি করে। যখন গাছের সব শাখা কেটে একটি মাত্র শাখা রাখা হয়, তখন আসলে গাছের আর কোনো অস্তিত্ব থাকে না। গাছের শাখা থাকা যেমন গাছের সৌন্দর্য, তেমনি ইসলাম ধর্মের বিস্তারিত নিয়ম-কানুনের ভিন্নতা থাকাই ইসলামের সৌন্দর্য।
28 March at 1:51pm 2020