ভুল, পাপ এবং অন্যায় এর মধ্যে পার্থক্য

ভুল করা, পাপ করা, এবং অন্যায় করা – এ তিনটি কাজের মধ্যে পার্থক্য রয়েছে।

ভুল করা মানে কোনো কাজের সঠিক নিয়ম না জেনে, সঠিক মনে করে বেঠিকভাবে কোনো কাজ করা। অর্থাৎ, যে কাজের উদ্দেশ্য সৎ, কিন্তু পদ্ধতিটা সঠিক নয়, তাকে আমরা ভুল কাজ বলি। মানুষের সকল ভুল মাপ করে দেয়ার কথা কোর’আনে বলা হয়েছে। কিন্তু কেউ ভুলকে ভুল জানার পরেও একই ভুল বারবার করতে থাকলে সেটা পাপে পরিণত হয়।

পাপ করা মানে কোনো কাজের সঠিক নিয়মটা মানুষ জানে, কিন্তু, ব্যক্তিস্বার্থেসঠিক নিয়মে কাজটা না করে ভিন্ন নিয়মে কাজটা করা। অর্থাৎ, কোনো কাজের পদ্ধতিটা সঠিক বা ভুল যেমনি হোক, যদি উদ্দেশ্য অসৎ থাকে, তখন তাকে পাপ কাজ বলে। পাপ কাজ সমাজের সাথে সম্পর্কিত নয়, বরং ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ তায়ালা পাপী ব্যক্তিকে হয়তো ক্ষমা করবেন, অথবা, এই দুনিয়ায় বা আখিরাতে শাস্তি দিবেন; কিন্তু পাপী ব্যক্তির কোনো সামাজিক শাস্তি সম্ভব নয়। ইমাম আবু হানিফার মতে, নবীদের দ্বারা ছোট বা বড় কোনো পাপ সংগঠিত হয়নি, কিন্তু কিছু ভুল-ভ্রান্তি সংঘটিত হয়েছে।

অন্যায় কাজ সমাজের সাথে সম্পর্কিত। কোনো ব্যক্তির কাজে যদি সমাজ বা অন্য কোনো ব্যক্তির ক্ষতি হয়, তাহলে তাকে অন্যায় কাজ বলে। আর এই অন্যায় কাজের শাস্তি সামাজিকভাবে প্রদান করতে হয়।

পৃথিবীর অল্প কিছু মানুষ অন্যায় করে, বেশ কিছু মানুষ পাপ করে, আর সকল মানুষ ভুল করে।

সূত্র

{وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا} [الأحزاب: 5]

{رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا } [البقرة: 286]

والأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام كلهم منزهون عَن الصَّغَائِر والكبائر وَالْكفْر والقبائح وَقد كَانَت مِنْهُم زلات وخطايا
[الفقه الأكبر ص: 37]

10 April, 2019, 4:42 PM

আরো পোস্ট