ইসলামী পোশাক ও কালচারাল পোশাক

সৌদি আরবের পুরুষরা মাথায় ওড়না দেয়। কেন দেয়? এটা কি ইসলামী পোশাক?

না। এটা তাদের কালচারাল পোশাক।

বাঙালিরা সৌদি আরবে কাজ করতে গিয়ে মনে করে, সৌদি পুরুষদের মত মাথায় ওড়না দেয়াটা ভালো। তাই বাংলাদেশে আসার সময় তাঁরা এমন কিছু ওড়না নিয়ে আসেন। এরপর পাঞ্জাবি গায়ে দিয়ে এবং সৌদি ওড়না মাথায় দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটেন।

এতে দোষের কিছু নেই। যার যা ইচ্ছা, তিনি তা পরতে পারেন। সমস্যা নেই।

কিন্তু সমস্যা তখন, যখন পুরুষদের মাথায় ওড়না দেয়াটাকে কেউ ইসলামী পোশাক মনে করে।

তদ্রূপ নারীদের ক্ষেত্রেও ঘটে।

সৌদি নারীরা তাদের কালচার অনুযায়ী পোশাক পরবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় তখন, যখন সৌদি নারীদের কালচারাল পোশাককে কেউ ইসলামী পোশাক বলে অন্যদের উপর চাপিয়ে দিতে চায়।

_________

স্ট্যাটাস দেয়ার সাথে সাথে কিছু ‘ভদ্রলোক’ গালাগালি শুরু করেছেন। তাঁদের জন্যে কয়েকটি সহীহ হাদিস উল্লেখ করলাম।

দলীল – ১

يَتْبَعُ الدَّجَّالَ مِنْ يَهُودِ أَصْبَهَانَ، سَبْعُونَ أَلْفًا عَلَيْهِمُ الطَّيَالِسَةُ

দাজ্জালের বাহিনীতে ৭০ হাজার ইহুদী থাকবে, যাদের মাথায় চাদর বা রুমাল থাকবে।

সহীহ মুসলিম, মাকতাবায়ে শামেলা, হাদিস নং – ২৯৪৪

দলীল – ২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الخُزَاعِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ، عَنْ أَبِي عِمْرَانَ، قَالَ: نَظَرَ أَنَسٌ إِلَى النَّاسِ يَوْمَ الجُمُعَةِ، فَرَأَى طَيَالِسَةً، فَقَالَ: «كَأَنَّهُمُ السَّاعَةَ يَهُودُ خَيْبَرَ»

আনাস ইবনু মালিক (রা) জুমার দিনে মসজিদের মধ্যে সমবেত মানুষের দিকে তাকালেন। তিনি অনেকের মাথায় রুমাল দেখতে পান। তখন তিনি বলেন, এরা এখনো ঠিক খাইবারের ইহুদীদের মত।

সহীহ বুখারী, মাকতাবায়ে শামেলা, হাদিস নং – ৪২০৮

দলীল – ৩

قال رسول الله – صلى الله عليه وسلم – : ” قال لقمان لابنه وهو يعظه : يا بني إياك والتقنع ، فإنها مخوفة بالليل مذلة بالنهار

রাসূল (স) বলেন, লোকমান তাঁর পুত্রকে উপদেশ দিয়ে বলেন, “বাবা, খবরদার! মাথায় রুমাল বা চাদর ব্যবহার করবে না। কারণ, এটি রাতে ভীতি উদ্রেক করে, এবং দিনে লাঞ্ছনা ও নিন্দার কারণ হয়।

সহীহ হাদিস, জালাল উদ্দিন সুয়ুতি, জামিউল আহাদিস, খণ্ড -১৫, পৃষ্ঠা – ৯৪

দলীল – ৪

أن أنس بن مالك ، رضي الله عنه حدثه قال : ” ما أشبهت الناس اليوم في المسجد وكثرة الطيالسة إلا بيهود خيبر ” .

আনাস ইবনুল মালিক (রা) বলেন, আজকাল মসজিদে মানুষদেরকে বেশি বেশি মাথায় রুমাল পরিহিত অবস্থায় দেখে অবিকল খাইবারের ইহুদিদের মত মনে হয়।

সহীহ হাদিস, আল মুসতাদরাক আলা সাহীহাইন, খণ্ড -৪, পৃষ্ঠা – ২১১

July 8, 2017 at 11:30 PM · 

আরো পোস্ট