অস্পষ্ট বিষয়ে আলোচনা ও বিতর্ক করার পদ্ধতি

অস্পষ্ট বিষয়ে আলোচনা ও বিতর্ক করার পদ্ধতি নিয়ে কোর’আনের একটি আয়াত।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

سَيَقُولُونَ ثَلَاثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا بِالْغَيْبِ ۖ وَيَقُولُونَ سَبْعَةٌ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ ۚ قُل رَّبِّي أَعْلَمُ بِعِدَّتِهِم مَّا يَعْلَمُهُمْ إِلَّا قَلِيلٌ ۗ فَلَا تُمَارِ فِيهِمْ إِلَّا مِرَاءً ظَاهِرًا وَلَا تَسْتَفْتِ فِيهِم مِّنْهُمْ أَحَدًا

“কেউ বলবে – তারা ছিলো তিনজন, চতুর্থটি তাদের কুকুর। অজানা বিষয়ে অনুমান করে কেউ বলবে – তারা ছিলো পাঁচজন, ষষ্ঠটি তাদের কুকুর। আবার, কেউ বলবে – তারা ছিলো সাতজন, অষ্টমটি তাদের কুকুর।

আপনি বলুন, ‘আমার প্রতিপালকই তাদের প্রকৃত সংখ্যা ভালো জানেন – খুব কম লোক-ই তা জানে’

স্বাভাবিক আলোচনা ব্যতীত আপনি এ নিয়ে বিতর্ক করবেন না; এবং এ বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসও করবেন না।”
[সূরা কাহ্‌ফ; আয়াত – ২২]

এ আয়াতটি নাযিল হয়েছে আসহাবে কাহ্‌ফের বিষয়ে। তাদের সংখ্যা কত – তা নিয়ে বিতর্ক ছিল। আল্লাহ তায়ালা রাসূলকে (স) শিখিয়ে দিচ্ছেন – তিনি কোন পক্ষকে সমর্থন করবেন।

লক্ষণীয় বিষয় – ১
আসহাবে কাহ্‌ফের সংখ্যা নিয়ে এ আয়াতে তিনিটি মত এসেছে। কোন্‌ মতটি সঠিক – তা আল্লাহ তায়ালা বলে দেননি। বরং তিনি বলেছেন – ‘আল্লাহ তায়ালাই ভালো জানেন’।

যে কোনো অস্পষ্ট বিষয়ে অনেকগুলো মত আসা স্বাভাবিক। একই ঘটনাকে বিভিন্নজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে। সুতরাং এসব ক্ষেত্রে কোনো একটি মতকে সঠিক, অন্যটিকে ভুল বলা যায় না।

লক্ষণীয় বিষয় – ২
আল্লাহ তায়ালা ইচ্ছা করলে এ আয়াতে আসহাবে কাহ্‌ফের সঠিক সংখ্যা বলে দিতে পারতেন। কিন্তু তিনি বলেননি। কেনো…? কারণ, তিনি এ ঘটনার মাধ্যমে আমাদেরকে কিছু বিষয় শিখাতে চেয়েছেন।

যে সকল ঘটনায় অনেকগুলো কার্য-কারণ থাকে, সেসব ঘটনায় কোনো একক পক্ষাবলম্বন করে বিতর্ক করা নেহায়েত অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। এসব ক্ষেত্রে সব ধরণের বিতর্ক এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তায়ালা রাসূল (স) ও আমাদেরকে তাই শিখিয়েছেন।

লক্ষণীয় বিষয় – ৩
আসহাবে কাহ্‌ফের সংখ্যা কত? –তা কারো কাছ থেকে জানতেও রাসূলকে (স) নিষেধ করেছেন আল্লাহ তায়ালা। অস্পষ্ট বিষয়ে কথা বললে কেবল বিশৃঙ্খলাই সৃষ্টি হয়।

মূল বিষয়
প্যারিসে হামলা হয়েছে। যেই হামলা করুক – আমাদেরকে জিজ্ঞাস করে হামলা করেনি নিশ্চয়। আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না – অনুমান ছাড়া। অথচ, গত ক’দিন সোশ্যাল মিডিয়ায় কেবল তর্ক-বিতর্ক-ই হচ্ছে না; রীতিমত গালাগালিও চলছে হরদম। কি ইসলামপন্থী, আর কি অন্যরা!

আল্লাহ মাফ করুক। অজানা-অস্পষ্ট বিষয়ে তিনিই ভালো জানেন।

November 16, 2015 at 10:08 PM · 

আরো পোস্ট