পৃথিবীতে যত অশান্তি-বিশৃঙ্খলা-যুদ্ধ, সব হয়েছে শান্তির নামে
বিসমিল্লাহির রহমানির রহিম
واذا قيل لهم لاتفسدوا في الارض قالوا انما نحن مصلحون – الاانهم هم المفسدون ولكن لا يشعرون –
[তাদের যখন বলা হয় – ‘পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না’; তারা তখন বলে – ‘আমরাই তো শান্তি স্থাপনকারী’। সাবধান, তারাই অশান্তি সৃষ্টিকারী; কিন্তু তারা তা বুঝতে পারে না] (সূরা বাকারা; আয়াত – ১১ ও ১২)
পৃথিবীতে যত অশান্তি-বিশৃঙ্খলা-যুদ্ধ, সব হয়েছে শান্তির নামে – হালআমলে নজর দিলেও তা বুঝা যায়।
সিরিয়ায় বাসার আল আসাদ দাবী করছে – সে শান্তিকামী; আইএস বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আবার আইএস দাবি করছে – তারা শান্তি স্থাপনকারী; আসাদ ও রাশিয়া বিপর্যয় সৃষ্টি করছে। একইভাবে, বিশ্বের নানা প্রান্তে স্বাধীনতাকামী মানুষগুলোকে অ্যামেরিকা বলছে অশান্তি সৃষ্টিকারী, জঙ্গি। আবার স্বাধীনতাকামী মানুষেরা মনে করেন – অ্যামেরিকা শান্তির শত্রু, সবচেয়ে বড় সন্ত্রাসী।
পৃথিবীতে যে যত অশান্তি সৃষ্টি করুক না কেনো, সবাই দাবী করে – ‘আমরা শান্তি স্থাপনকারী’। কিন্তু শান্তির মুখোশে আসলে অনেকেই অশান্তি সৃষ্টি করে। প্রশ্ন হলো, যারা অশান্তি সৃষ্টি করে, তারা কি সবাই জেনেশুনেই অশান্তি সৃষ্টি করে? উত্তর – না।
জাহেলিয়াত বা অজ্ঞতার কারণে অনেকেই জানে না কোনটি শান্তির পথ। ফলে তারা শান্তি অর্জনের জন্যে যা কিছু করে, অধিকাংশ সময় তা বিফল হয়, বিশৃঙ্খলা ঘটে, -এবং এতে হয় যুদ্ধের সূত্রপাত।
আমাদের মুসলিমদের এক্ষেত্রে দায়িত্ব দুটি। এক. বুদ্ধিবৃত্তিকভাবে মুখোশধারী শান্তিকামীদের মুখোশ উন্মোচন করে দেয়া। দুই. যারা আসলেই শান্তিকামী মানুষ, তাদেরকে তুলনামূলক সেরা-কার্যকর-গ্রহণযোগ্য শান্তির পথটি দেখিয়ে দেয়া।
October 11, 2015 at 8:18 PM ·