লক্ষ্য ছাড়া জ্ঞান অর্জন শুধু বিশৃঙ্খলাই সৃষ্টি করে

‘চোখের সামনে যা পাও তাই পড়’ –বিশ্ববিদ্যালয় এসে এমন কথা অনেক শুনেছি। কিন্তু কখনও বুঝি নি এটা কত বড় অজ্ঞতার প্রকাশ। অনেক দিন ধরে এই ফর্মুলা মেনে চলে কিছুটা পড়তে চেষ্টা করেছি, বিনিময়ে কিছুই শিখতে পারি নি, জ্ঞানের খাতা শূন্যই থাকল।

আজ একটি হাদিস পড়ে মনে হল, কেন এত দিন কিছু শিখতে পারি নি। কারণ, রসূল (স) সর্বদা উপকারী জ্ঞান অন্বেষণ করতেন, এর জন্যে আল্লাহর কাছে দোয়া করতেন; এবং পৃথিবীর ভালোমন্দ সব জ্ঞান অর্জন করা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন।

তিনি বলতেন, “হে আল্লাহ! আমাকে যে ইলম দান করেছেন তার মাধ্যমে আমাকে উপকৃত করুন এবং আমাকে তা-ই শিক্ষা দিন যা উপকারী। আমার ইলম বাড়িয়ে দিন।”(তিরমিযী-৩৫৯৯) অথবা বলতেন, “হে আল্লাহ! আমি আপনার কাছে এমন ইলম থেকে আশ্রয় চাই, যা উপকারে আসে না।” (মুসলিম-২৭২২)

ইবনে আব্বাসও (রা) চমৎকার ভাবে বলতেন, “ইলম কতই না বিস্তৃত, আর কতই না তার শাখা-প্রশাখা! কারও দ্বারাই তা পরিবেষ্টন করা সম্ভব নয়; তুমি যদি আসলেই জ্ঞান অনুসন্ধানী হয়ে থাক, তবে তাই অন্বেষণ কর যা উপকারী”

সত্যি, লক্ষ্য ছাড়া জ্ঞান অর্জন শুধু বিশৃঙ্খলাই সৃষ্টি করে।

May 10, 2014 at 10:05 PM · 

আরো পোস্ট