শিক্ষিত দাস

আমরা সবাই আধুনিক
শিক্ষিত ও দাস,
শিক্ষা হলো কর্পোরেটের
দাসত্ব বিন্যাস।

জ্ঞান মানেই সার্টিফিকেট
পরীক্ষা আর পাশ,
রেজাল্ট মানে আগের রাতে
প্রশ্নপত্র ফাঁস।

সরকারী চাকরগিরি
কোটার জন্যে খাস,
মেধাবীরা গ্রামে গিয়ে
করবে জমির চাষ।

শিক্ষামন্ত্রী যোগ্যতাতে
একেবারেই পাশ,
ইচ্ছে তাহার জাতীর মেধার
করবে সর্বনাশ।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক