অন্যকে কাফের বলা সম্পর্কে আবু হানিফার মূলনীতি
অনেকেই নিজেকে হানাফি বলেন, কিন্তু, আবু হানিফার মূলনীতি মানেন না।
ইমাম আবু হানিফার মূলনীতি হলো কোনো মুসলিমকেই কাফের বলা যাবে না। তিনি বলেন –
“কোনো পাপের কারণে আমরা কোনো মুসলিমকে কাফির বলবো না, যদিও তিনি কবিরা গুনাহ করেন, এবং যতক্ষণ না তিনি কবিরা গুনাহকে হালাল মনে করেন। কবিরা গুনাহ করা ব্যক্তির ঈমান নেই, এ কথাও আমরা বলবো না। বরং, আমরা তাকে প্রকৃত মুমিন হিসাবেই নাম দিবো। কোনো মুমিন ব্যক্তি (সর্বোচ্চ) ফাসেক হতে পারে, কিন্তু কাফের হতে পারে না।” [ফিকহুল আকবর]
وَلَا نكفر مُسلما بذنب من الذُّنُوب وَإِن كَانَت كَبِيرَة إِذا لم يستحلها وَلَا نزيل عَنهُ اسْم الْإِيمَان ونسميه مُؤمنا حَقِيقَة وَيجوز ان يكون مُؤمنا فَاسِقًا غير كَافِر
[الفقه الأكبر ص: 43]