মানুষের সাথে অন্যান্য প্রাণীদের প্রধান পার্থক্য

মানুষের সাথে অন্যান্য প্রাণীদের প্রধান পার্থক্য চারটি।

১) জ্ঞান। এর দ্বারা মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারে। প্রাণীদের মধ্যে জ্ঞানী ও মূর্খ বলে কেউ নেই। 
২) ধর্ম ও নৈতিকতা। এর মাধ্যমে মানুষ ভালো ও মন্দের, সুন্দর ও অসুন্দরের পার্থক্য করতে পারে। প্রাণীদের মধ্যে ধার্মিক ও নাস্তিক বলে কেউ নেই।
৩) অর্থনীতি। এর মাধ্যমে মানুষ উপকারী ও ক্ষতিকর জিনিসের মাঝে পার্থক্য করতে পারে। প্রাণীদের মধ্যে ধনী ও গরীব বলে কেউ নেই।
৪) রাজনীতি। এর মাধ্যমে মানুষ ন্যায় ও অন্যায়ের পার্থক্য করতে পারে। প্রাণীদের মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা জনগণ বলে কেউ নেই।

ইব্রাহীম (আ) ছিলেন জ্ঞানের ধারক, দাউদ (আ) ছিলেন অর্থনীতির ধারক, মুসা (আ) ছিলেন রাজনীতির ধারক, এবং ঈসা (আ) নৈতিকতার ধারক। আর, মুহাম্মদ (স) ছিলেন সকল গুনের সমন্বয়ে একজন পূর্ণাঙ্গ মানুষ।

1 September 2018 at 18:15 

আরো পোস্ট