ফতোয়ায় হিকমার গুরুত্ব
হুকুম ও হিকমাহ শব্দ দুটি একই শব্দমূল থেকে আগত। হুকুম মানে আইন বা ফতোয়া; আর হিকমাহ মানে প্রজ্ঞা বা জ্ঞান-বুদ্ধি।
হিকমাহ ছাড়া হুকুমকে তাহাক্কুম বলা হয়। তাহাক্কুম মানে জোর করে চাপিয়ে দেয়া আইন। এটাকে অত্যাচারও বলা চলে।
আমাদের সরকার যেসব হুকুম করে, তাতে কোনো হিকমাহ থাকে না, ফলে জনগণ সে হুকুম মেনে নেয় না।
একইভাবে, আমাদের আলেম ও বুদ্ধিজীবীরা এমন ফতোয়া বা হুকুম দেন, সেখানেও কোনো হিকমাহ বা প্রজ্ঞা থাকে না। ফলে জনগণ তা মেনে নেয় না।
করোনাভাইরাসের সময়ে বিষয়টা খুব স্পষ্ট হচ্ছে। মানুষ সরকারের হুকুমও মানছে না, হুজুরদের ফতোয়াও মানছে না।
30 March 08:11 am2020