মানবজাতির প্রয়োজনে কৃষি ও কৃষকের ভূমিকা

মানবজাতির জন্যে কোন জিনিসটা বেশি প্রয়োজন, আর কোন জিনিসটা কম প্রয়োজন, তা এই সময়ে খুব সহজে বুঝা যায়। লকডাইনের কালে বিভিন্ন দোকান, শপিং মল, অফিস, ব্যাংক সহ অনেক কিছুই বন্ধ হয়ে গেছে; কিন্তু খোলা আছে চাল-ডালের দোকান। চাল-ডাল-শাক-সবজি-মাংস হলো আমাদের জীবনের জন্যে মৌলিক প্রয়োজন।

প্রশ্ন হলো, আমাদের মৌলিক প্রয়োজন যারা মিটায়, তাঁদের নাম কী? তারা কী ব্যাংকার না সরকারী অফিসার? কেউ নয়। তাঁরা হলেন কৃষক। একটি দেশের সব ব্যাংক বা সরকারী অফিস বন্ধ হয়ে গেলেও দেশ চলে, যেমনটা এখন চলছে; কিন্তু কৃষকের কাজ বন্ধ হলে কেউ বেঁচে থাকতে পারবে না। সবাইকে না খেয়ে মরতে হবে।

এ জন্যেই একটি দেশে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় কৃষিকাজ ও কৃষকদেরকে। প্রায় সব নবীই করেছিলেন কৃষিকাজ। কিন্তু দুঃখজনক বিষয় হলো, কৃষি ও কৃষকদেরকে আমাদের ক্ষমতাশীলরা বা ইসলামপন্থীরা খুব বেশি গুরুত্ব দেন না।

28 March 7:14 pm2020

আরো পোস্ট