আল্লাহ তায়ালাই একমাত্র পূর্ণ জ্ঞানের অধিকারী।

আল্লাহ তায়ালাই একমাত্র পূর্ণ জ্ঞানের অধিকারী। তিনি ছাড়া আর সকল মানুষ আংশিক জ্ঞানের অধিকারী। এমনকি নবীরাও পূর্ণ জ্ঞানের অধিকারী নন।

আল্লাহ তায়ালা একেক মানুষকে জ্ঞানের একেক অংশ দান করেন। কাউকে ডাক্তারি জ্ঞান দান করেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান দান করেন না। আবার কাউকে ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান করেন, কিন্তু ডাক্তারি জ্ঞান দান করেন না। কাউকে ফিকহের জ্ঞান দান করেন, কিন্তু তাসাউফের জ্ঞান দান করেন না। আবার কাউকে তাসাউফের জ্ঞান দান করেন, কিন্তু ফিকহের জ্ঞান দান করেন না।

বুখারী শরীফে এসেছে, খিজির (আ) বলেন, “হে মূসা! আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলম নিয়ে আছি, যা তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, যা তুমি জানো না। আর তুমি এমন ইলমের অধিকারী, যা আল্লাহ তোমাকেই শিক্ষা দিয়েছেন, তা আমি জানি না।“(বুখারী – ১২৪, ইফা)

অর্থাৎ, আল্লাহ তায়ালা সব জ্ঞান একজন মানুষকে দেন না। একেক মানুষকে আল্লাহ জ্ঞানের একেক অংশ দেন। কেউ যখন নিজের জ্ঞানকে পূর্ণ মনে করে, এবং অন্যের জ্ঞানকে তুচ্ছ মনে করে, তখনি সমস্যা শুরু হয়। তখনি অন্যকে কাফের ও ভ্রান্ত ফতোয়া দেয়া শুরু হয়।

আমার বিপরীতে অন্য ব্যক্তি যা বলেন, তাতেও সত্য আছে – এটা মেনে নেয়ার নাম বিনয়, না মেনে নেয়ার নাম অহংকার।

16 April 4:01 pm

আরো পোস্ট