যারা ওয়াজ করে টাকা নেয়, তাদের থেকে দূরে থাকুন

কেবল তাঁদের ওয়াজ শুনুন, যারা বিনা পয়সায় ওয়াজ করেন। বাকিরা সবাই ভণ্ড, আলেম নয়।

কারণ – ১।

কোর’আনে আল্লাহ বলেছেন –

اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ

“কেবল তাঁদের কথা শুনো, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান বা টাকাপয়সা চায় না। এবং তারাই সৎপথপ্রাপ্ত।” [সূরা ৩৬/ইয়াসিন – ২১]

কারণ – ২।

ইমাম বুখারি বলেন –

وَأَنَّ العُلَمَاءَ هُمْ وَرَثَةُ الأَنْبِيَاءِ

“আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি।”

যেহেতু নবী-রাসূলগন ওয়াজ-মাহফিল করার জন্যে কারো কাছ থেকে কোনো টাকাপয়সা নিতেন না, তাই আলেমরাও ওয়াজ-মাহফিলের জন্যে টাকাপয়সা নিতে পারবেন না। কেউ যদি ওয়াজ-মাহফিলের জন্যে টাকাপয়সা নেন, তাহলে তিনি নবীর উত্তরসূরি নন এবং আলেমও নন। সুতরাং তিনি অবশ্যই ভণ্ড।

আরো পোস্ট