তার্কিশ কৌতুক

_____

সুলতান তার এক প্রজার উপর খুবই রাগান্বিত হলেন, এবং তাকে বললেন, “আজ সন্ধ্যার মধ্যে তুমি আমার রাজ্য ছেড়ে যাবে। নতুবা আগামীকাল সকালে তোমার কল্লা চলে যাবে।”

এ কথা শুনে রাজ প্রসাদের সবাই ভয় পেয়ে গেলো। কারণ কেউ ইচ্ছে করলেও একদিনে হেঁটে এত বড় রাজ্যের বাইরে যেতে পারে না। কিন্তু, শাস্তি প্রাপ্ত প্রজাটি খুব হেসে জবার দিলো, “ঠিক আছে, আমি এখনি আপনার রাজ্য থেকে বের হয়ে যাচ্ছি।”

রাজ প্রসাদ থেকে বের হয়ে প্রজাটি একটি মসজিদে প্রবেশ করলো। এবং সারা রাত মসজিদে কাটালো। সকালে সুলতানের সৈন্যবাহিনী মসজিদে তাকে দেখে বললো, “চলো সুলতানের কাছে। তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।”

শাস্তি প্রাপ্ত প্রজাটি বললো, “সুলতান বলেছেন তার রাজ্য থেকে বের হয়ে যেতে। আমি তো তার রাজ্য থেকে বের হয়ে আল্লাহর রাজ্যে প্রবেশ করেছি। তাহলে আমার মৃত্যুদণ্ড হবে কেন?”

সুলতানের কাছে এ খবর পোঁছার পর সুলতান তার প্রজ্ঞার জন্যে তাকে ক্ষমা করে দিলেন, এবং তাকে পুরস্কৃত করলেন।

আরো পোস্ট