খারাপ আলেমদের পরিচয় – ইমাম গাজালি

“আমি তাদেরকে আলেম বলি না, যারা কেবল আলেমদের বেশভূষা ধারণ করে এবং নিজদের নামের সাথে ‘মুফতি-মাওলানা’ লাগায়। এমন লোকেরা সাধারণ মানুষের চেয়েও আল্লাহকে কম ভয় করে। আমি কেবল তাদেরকে আলেম বলি, যারা আল্লাহ তায়ালা সম্পর্কে, তাঁর সময়, তাঁর কাজকর্ম ও তাঁর নিয়ামত সম্পর্কে অভিজ্ঞ।”

– ইমাম গাজালী।

ولست أعني بالعلماء المترسمين برسوم العلماء والمتسمين بأسمائهم فإنهم أبعد الناس عن الخوف بل أعني العلماء بالله وبأيامه وأفعاله وذلك مما قد عز وجوده الآن
[إحياء علوم الدين 4/ 157]

“খারাপ আলেমদের সমস্যা হলো, তারা সত্যে গ্রহণ করানোর জন্যে বাড়াবাড়ি করে, এবং প্রতিপক্ষকে ঘৃণা ও অসম্মানের চোখে দেখে। এর ফলে প্রতিপক্ষও পাল্টা যুক্তি দিতে প্রস্তুত হয়, এবং অসত্যের পক্ষে আরো শক্ত যুক্তি প্রদান করার চেষ্টা করে। যে বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়, সে তা আরো বেশি শক্ত করে ধারন করে।

অথচ, আলেমরা যদি সুন্দরভাবে ও দায়াশিল হয়ে একান্ত গোপনে প্রতিপক্ষকে নসিহত করে বুঝাতো, এবং ঘৃণা ও বিদ্বেষ পরিহার করতো, তাহলে আলেমরা সফল হতো।”

– ইমাম গাজালি।

آفات علماء السوء فإنهم يبالغون في التعصب للحق وينظرون إلى المخالفين بعين الازدراء والاستحقار فتنبعث منهم الدعوى بالمكافأة والمقابلة والمعاملة وتتوفر بواعثهم على طلب نصرة الباطل ويقوى غرضهم في التمسك بما نسبوا إليه ولو جاءوا من جانب اللطف والرحمة والنصح في الخلوة لا في معرض التعصب والتحقير لا نجحوا
[إحياء علوم الدين 1/ 40]

আরো পোস্ট