বিয়ে করার শর্ত গাধা হওয়া

অনেক স্বামী অভিযোগ করে বলে, “বউয়ের জন্যে গাধার মতো খেটেও বউয়ের থেকে কোনো ভালোবাসা বা সম্মান পাই না”। আসলে বিয়ে করার পূর্ব শর্ত হচ্ছে, নিজেকে গাধা ভাবতে পারা, এবং গাধার মতো কাজ করা। মেয়েদের সামান্য খারাপ কথাতেই যার সম্মানবোধে লাগে, তার বিয়ে করা উচিত না।

ইবনে সালেম (রহ)-কে কেউ বিয়ে করার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলতেন, “আমাদের এ যুগে বিয়ে করা তার জন্যেই কেবল উত্তম, যার কামস্পৃহা গাধার মতো প্রবল। গাধা মাদীকে দেখলে শত পিটুনি খেয়েও তার কাছ থেকে সরে না”।

[সূত্র – ইমাম গাযযালি, এহইয়াউ উলুমিদ্দীন, মুহিউদ্দীন খান অনূদিত, ২য় খণ্ড, পৃষ্ঠা ২৫৫]

وقال ابن سالم رحمه الله وقد سئل عن التزويج فقال هو أفضل في زماننا هذا لمن أدركه شبق غالب مثل الحماريري الأتان فلا ينتهي عنها بالضرب

“নারীদের খারাপ আচরণের উপর ধৈর্য ধারণ করার মধ্যেও নানা প্রকার এবাদত নিহিত রয়েছে, যার সাওয়াব নফল এবাদতের চেয়ে কম নয়”।

[ইমাম গাযযালি, এহইয়াউ উলুমিদ্দীন, মুহিউদ্দীন খান অনূদিত, ২য় খণ্ড, পৃষ্ঠা ২৫৯]

বিয়ে করার বিপদ থেকে এমন ব্যক্তিই নিরাপদ থাকবে, যে বিচক্ষণ, বুদ্ধিমান, নারী চরিত্র সম্পর্কে অভিজ্ঞ, নারীদের কটু কথায় ধৈর্যশীল এবং তাঁদের হক আদায় করতে আগ্রহী। কিন্তু এখন তো অধিকাংশ লোক নির্বোধ, কটুভাষী, কঠোর স্বভাব এবং বেইনসাফ। যদিও নিজের জন্যে খুব ইনসাফ প্রত্যাশী। এরূপ লোকদের জন্যে অবিবাহিত থাকাই অধিক নিরাপদ।

[ইমাম গাযযালি, এহইয়াউ উলুমিদ্দীন, মুহিউদ্দীন খান অনূদিত, ২য় খণ্ড, পৃষ্ঠা ২৫৭]

৩/১২/২০১৯

আরো পোস্ট