বিজ্ঞান ও কোর’আনের সম্পর্ক

বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করলেই আপনারা কোর’আন নিয়ে আসেন কেন?

উত্তর।

কেবল বিজ্ঞান নয়, যে কোনো তত্ত্ব আবিষ্কার হলেই আমরা সেটাকে কোর’আন ও হাদিস দ্বারা পরীক্ষা করি। যদি তত্ত্বটি কোর’আন ও হাদিসের বিপরীত হয়, তাহলে তা বর্জন করি। আর যদি তা কোর’আন ও হাদিসের বিপরীত না হয়, তাহলে তা গ্রহণ করি।

আরো পোস্ট