নারী দিবসের লেখা – ৪
তুরস্কের প্রতিটি মসজিদেই নারীদের নামাজ পড়ার জায়গা রয়েছে; এবং বড় মসজিদগুলোতে নারী ও পুরুষ উভয়ে একই দরজা দিয়ে প্রবেশ করে। পশ্চিমা বিশ্বের অধিকাংশ মসজিদে নারীদের জন্যে স্থান রয়েছে, যদিও তা তুরস্কের মতো এতো সচরাচর নয়। আরব দেশগুলোতে নারীরা মসজিদে নামাজ পড়তে পারে, যদিও পুরুষ ও নারীদের স্থান ভিন্ন ভিন্ন। চীনে অনেক নারী মসজিদ রয়েছে, এবং সেসব মসজিদের ইমামও একজন নারী। মালয়েশিয়ার নারীরাও মসজিদে এসে নামাজ পড়ে। আফ্রিকার কিছু মসজিদে নারীদের জন্যে স্থান রয়েছে, আবার কিছু মসজিদে নেই।
কিন্তু, বিশ্বের সবচেয়ে বেশি বঞ্চিত হলো উপমহাদেশ অর্থাৎ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের নারীরা। কারণ, এসব দেশে হাতেগোনা দু’একটি মসজিদ ব্যতীত অন্য মসজিদগুলোতে নারীদের জন্যে কোনো স্থান নেই, এবং নারীদের জন্যে আলাদা কোনো মসজিদও নেই।
17 মে, 2018, 1:33 PM