সবাই কি ‘আল্লামা’ হতে পারেন?
পথেঘাটে ‘আল্লামা’ শব্দটি আমরা প্রচুর শুনি। কিন্তু আমরা অনেকেই না বুঝেই ‘আল্লামা’ শব্দটি ব্যবহার করি।
আল্লামা ও আলেম শব্দ দুটির মাঝে অনেক বড় পার্থক্য রয়েছে। আলেম মানে যিনি কেবল একটি মাত্র জ্ঞানের অধিকারী। আর আল্লামা মানে যিনি অনেক ধরণের জ্ঞানের অধিকারী। ইংরেজি ভাষায় আমরা যাদেরকে encyclopedic বলি, আরবি ভাষায় তাঁদেরকে ‘আল্লামা’ বলা হয়।
ধরুন, একজন মানুষ শুধু ধর্মীয় জ্ঞানে জ্ঞানী, অথবা, শুধু অর্থনৈতিক জ্ঞানে জ্ঞানী, তাহলে তাঁকে আমরা ‘আলেম’ বলতে পারি। কিন্তু একজন মানুষ যখন ধর্মীয় জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, দর্শন, বিজ্ঞান সহ অনেক ধরণের জ্ঞানে সমানভাবে পারদর্শী হন, তখনি কেবল তাঁকে ‘আল্লামা’ বলা যায়।
ইমাম গাজালী, ইমাম ফখরুদ্দীন আল রাজি, ইবনে তাইমিয়া, ইবনে খালদুন, উনারা ছিলেন আল্লামা। কারণ তারা কুরআন হাদীসের পাশাপাশি সমসাময়িক সকল বিজ্ঞান ও দর্শনে সমান জ্ঞানী ছিলেন। আমরা যাদেরকে আল্লামা বলি, তাঁরা আসলে কেউ আল্লামা নন, বরং তাঁদেরকে আমরা শুধু ‘আলেম’ বলতে পারি।