নারীদের প্রতি বাঙালিদের দৃষ্টিভঙ্গি

বাংলাদেশীদের চরিত্র সহজে বুঝার জন্যে এ স্ক্রিনশটগুলো দেখা যেতে পারে।

রাসূল (স) মদিনায় যাবার পর নারী-পুরুষ সবাই একসাথে গান গেয়ে রাসূল (স)-কে অভ্যর্থনা জানিয়েছেন [১]; রাসূল (স)-এর যুগে নারীরা মসজিদে এসে নামাজ পড়তেন; নারীরা মসজিদে শুয়ে থাকতেন; মসজিদ পরিচর্যা করতেন; খেলার মাঠে রাসূল নিজে তাঁর স্ত্রীদের নিয়ে যেতেন; নারীরা উৎসবে ও যুদ্ধের ময়দানে অংশ নিতেন; যুদ্ধাহতদের চিকিৎসা নারীরা করতেন; রাসূলের স্ত্রী আয়েশা নিজে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন; জ্ঞান অর্জনের জন্যে নারীরা রাসূল (স)-এর কাছে ছুটে আসতেন এবং পুরুষ সাহাবীদেরকে বিভিন্ন মাসয়ালা জিজ্ঞাস করতেন; রাসূল (স) বলতেন, ঈদের উৎসবে ও নামাজে তোমরা নারীদের ও বাচ্চাদের নিয়ে মাঠে আসো – এমন অসংখ্য উদাহরণ আমরা পাই রাসূলের যুগে।

আর আমাদের যুগে আমরা পাই স্ক্রিনশটগুলোর মতো উদাহরণ। এ জাতি নারীকে এমন ঘৃণা করে বলেই আল্লাহ তাদের মাথার উপরে নারীদেরকে দেশের ক্ষমতা দিয়েছেন।
——–
[১] ইবনে কাসির, আল বিদায়া ওয়ান নিহায়া, ইফা, ৩য় খণ্ড, পৃ- ৩৫৫

27 November 2019 at 12:14 pm

আরো পোস্ট