যে কোনো চিন্তার জন্যে বিপরীত চিন্তা জানা প্রয়োজন

যে কোনো বই বা চিন্তা আমাদের কাছে তখনি কেবল গুরুত্বপূর্ণ হয়ে উঠে যখন তার বিপরীত চিন্তাটা আমাদের জানা থাকে।

যেমন, আমাদের কাছে কোর’আনের সব আয়াত সমানভাবে গুরুত্বপূর্ণ মনে হয় না। কোর’আনের সে সকল আয়াত-ই কেবল আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যে সকল আয়াতের বিপরীত চিন্তাটা আমাদের জানা আছে।

কোর’আনের বিপরীত চিন্তাগুলো যিনি যতবেশি অবগত, তাঁর কাছে কোর’আনের মূল্য ততবেশি। কোর’আন বুঝার জন্যে যেমন আরবি ভাষা জানতে হয়, তেমনি কোর’আনের মূল্য বুঝার জন্যে মানব জাতীর ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি থেকে শুরু করে সব ধরণের জ্ঞান-ই জানা প্রয়োজন।

আরো পোস্ট