সূরা আহকাফের মৌলিক শিক্ষা
সূরা আহকাফের মৌলিক শিক্ষা হলো অহংকার থেকে দূরে থাকা।
সম্পূর্ণ সূরাটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন,
আয়াত ১-১২: কাফিরদের বিভিন্ন যুক্তি খণ্ডন
আয়াত ১৩-১৪: মুমিনদের পুরস্কার
আয়াত ১৫-১৭: বাবা-মা ও সন্তান দুই প্রজন্মের জন্যে দায়িত্ব পালন করার ব্যালেন্স
আয়াত ১৮-২০: যেমন কর্ম তেমন ফল
আয়াত ২১-২৮: আদ জাতীর মিথ্যা অহংকার ও তার শাস্তি
আয়াত ২৯-৩২: জ্বিন জাতীর আনুগত্য স্বীকার
আয়াত ৩৩-৩৪: আল্লাহর ক্ষমতা
আয়াত ৩৫: মুমিনদের ধৈর্য ধারণ
এক কথায় সূরা আহকাফ:
মানুষ অহংকার করে কু-যুক্তির মাধ্যমে আল্লাহকে অস্বীকার করে, বাবা-মাকে অবহেলা করে। আদ জাতী পৃথিবীর সেরা শক্তিশালী ও অহংকারী একটা জাতীকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর ক্ষমতা অত্যাধীক। অহংকারীদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে মুমিনদের উচিত ধৈর্য ধারণ করা।