‘কাঁদো, বাঙালি কাঁদো’

কাঁদো, বাঙালি কাঁদো’—এ কথাটির মানে কি, আমি ঠিক বুঝি না। যারা ‘কাঁদো, বাঙালি কাঁদো’ ব্যানার-পোস্টার দিয়ে রাস্তাঘাট অন্ধকার করে ফেলেছেন, তারা নিজেরাই দেখি মুচকিয়ে হাসে। কেউ কেউ আবার বত্রিশ দাঁত বের করে রাখে। রাস্তার যে কোনো কালো ব্যানার বা পোস্টারের দিকে তাকালে দেখবেন, শেখ মুজিব ছাড়া আর সবার চেহারা হাস্যময়।

আর যাই হোক, মুজিব ছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তাকে নিয়ে বর্তমান ক্ষমতাশীল গোষ্ঠী আজকাল যে উপহাস শুরু করেছে, তা কি ঠিক?

অবশ্য…

‘আমি তোকে মারব; তুই কাঁদবি, আর আমি হাসব’—এ অর্থে যদি ‘কাঁদো, বাঙালি কাঁদো’ হয়, তাহলে ঠিক আছে। সরকার মারবে, জনগণ কাঁদবে –এতে আর অবাক হবার কি আছে!

‘কাঁদো, বাঙালি কাঁদো’

August 14, 2015 at 7:21

আরো পোস্ট