দু’জন ভালো মুসলিমের মাঝেও তালাক হয়
যায়েদ ও জয়নব। দু’জন-ই অসাধারণ ভালো মানুষ এবং দু’জন-ই রাসূল (স)-এর প্রিয় সাহাবী। যায়েদ এমন একজন সাহাবী, যার নাম কোর’আনে এসেছে। অন্যদিকে, জয়নব রাসূল (স)-এর প্রিয়তমা স্ত্রীর মর্যাদা গ্রহণ করেন।
কিন্তু যায়েদ ও জয়নব উভয়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কেবল তাঁদের-ই নয়, রাসূল (স)-এর অনেক নারী-পুরুষ সাহাবী ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাঁদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
কেন?
কারণ হলো, বিয়ে কেবল দু’জন মানুষের সম্পর্ক না। বিয়ে হলো দু’টি পরিবার ও দুটি পরিবেশের সম্পর্ক। দুটি পরিবার ও দুটি পরিবেশ একে অপরকে গ্রহণ করতে না পারলে, দুজন ভালো মানুষের মাঝেও বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।