বিজ্ঞান ও বিজ্ঞানবাদের মাঝে পার্থক্য
বিজ্ঞান ও বিজ্ঞানবাদের মাঝে পার্থক্য
১) বিজ্ঞান হলো প্রকৃতির নিয়ম, যা আল্লাহ সৃষ্টি করেছেন। বিজ্ঞানবাদ হলো মানুষের নিয়ম, যা মানুষ বিজ্ঞানের নামে চালিয়ে দেয়।
২) বিজ্ঞানবাদ হলো বিজ্ঞানকে ব্যবহার করার দর্শন ও রাজনীতি।
৩) বিজ্ঞান পরিবেশ থেকে সূত্র সংগ্রহ করে। আর, বিজ্ঞানবাদ সেই সূত্রকে কাজে লাগিয়ে পরিবেশকে ধ্বংস করে।
৪) বিজ্ঞানের সাথে বিজ্ঞানবাদের সম্পর্ক নেই। বিজ্ঞানবাদ আসলে বিজ্ঞান নয়, বরং এটি একটি দর্শন।
৫) নিউটনের গতিসূত্র হলো বিজ্ঞানের উদাহরণ। আর, চার্লস ডারউইনের বিবর্তনবাদ হলো বিজ্ঞানবাদের উদাহরণ।