আধুনিক মুফাসসির দের কুরআন ব্যাখা পদ্ধতি

আধুনিক মুফাসসিররা কোর’আনকে দুইভাবে ব্যাখ্যা করা করেন। ১) সার্বজনীন পদ্ধতিতে ২) ঐতিহাসিক পদ্ধতিতে

সার্বজনীন পদ্ধতিতে যারা কোর’আন ব্যাখ্যা করেন, তারা কোর’আনের শানে নযুলকে খুব বেশী গুরুত্ব দেন না। তারা মনে করেন, কোর’আন সকল সময়ে সকল মানুষের জন্যে সমানভাবে প্রয়োগযোগ্য। এ পদ্ধতিতে যারা তাফসীর করেন, তারা কোর’আনের অনেক শব্দের ঐতিহাসিক অর্থকে বাদ দিয়ে আধুনিক অর্থ গ্রহণ করেন।

অন্যদিকে,

ঐতিহাসিক পদ্ধতিতে যারা কোর’আন ব্যাখ্যা করেন, তারা প্রতিটি আয়াতের শানে নযুলকে আয়াতের চেয়ে বেশী গুরুত্ব দেন। তাদের মতে, কোর’আনের প্রতিটি আয়াত কোনো না কোনো প্রেক্ষাপটে নাযিল হয়েছে। আধুনিক সময়ে যদি একই প্রেক্ষাপট হুবহু না মিলে, তাহলে ঐ আয়াতটি সবসময়ে প্রয়োগযোগ্য হবে না। এ পদ্ধতিতে যারা তাফসীর করেন, তারা সময়ের প্রেক্ষাপটে অনেক আয়াতের হুকুমকে স্থগিত করেন।

16 February at 15:02pm 2020

আরো পোস্ট