“আমাদের বুঝের বাইরে কেউ কিছু বললেই তিনি অচ্যুত বা অযৌক্তিক নন”

একজন শিল্পীর অঙ্কিত দৃশ্য আমারা যদি না বুঝি, তাহলে আমরা ভাবি – “শিল্পী হয়তো অনেক বড়, অনেক কিছু বুঝেন, কিন্তু অংকন-বিদ্যায় আমার জ্ঞান নাই বলে আমি বুঝি না”।

একজন কবির একটা কবিতা পড়ে আমরা যদি না বুঝি, তাহলে আমরা মনে করি – “তিনি অনেক বড় কবি হয়তো, অনেক কিছু বুঝেন, কিন্তু সাহিত্যে আমার জ্ঞান নাই বলে আমি বুঝি না”।

শিল্পী, কবি, গায়ক সবার বেলায় আমরা আমাদের কম-জানাটাকে আমরা মেনে নেই। কিন্তু ধর্মের বেলায় আসলেই আমরা সব-জান্তা হয়ে যাই। কোনো হুজুর বা স্কলারের কথা যদি আমরা বুঝতে না পারি, তখন আমরা বলি – ‘হুজুর তো জাহেল, মূর্খ, অযৌক্তিক’।

আমাদের বুঝের বাইরে কেউ কিছু বললেই তিনি অচ্যুত বা অযৌক্তিক হয়ে যান না। হতে পারে আমাদের নিজের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা তার কথা বুঝি না।

16 February 3:21 pm2020

আরো পোস্ট