তথ্য প্রযুক্তির কারণে কি আমার কাজের গতি বেড়েছে?

অনেকে বলেন, আমরা এখন প্রযুক্তির যুগে বাস করছি, তাই সকল জ্ঞান আমাদের হাতের নাগালে। গুগলে সার্চ করলেই যাবতীয় তথ্য পাওয়া যায়। সুতরাং আমরা এখন অতীতের মানুষগুলোর চেয়ে অনেক উন্নত, জ্ঞানী ও সভ্য। এ কথাটা আসলে ভুল।

অতীতের মানুষগুলো আমাদের চেয়ে উন্নত, জ্ঞানী ও সভ্য ছিলেন। যেমন, ১৩০০ শতাব্দীর ইবনে মানজুর এর কথাই উল্লেখ করা যাক। তিনি একাই ‘লিসানুল আরব’ নামে ২৫ খণ্ডের বিশাল একটি অভিধান লিখেছিলেন। তখন কম্পিউটার বা টাইপিং মেশিন ছিলো না, সব কিছু তাঁকে নিজের হাতেই লিখতে হয়েছিলো।

২৫ খণ্ডের ‘লিসানুল আরব’ বইটি কোনো ইতিহাসের বই ছিলো না যে, শাহরিয়ার কবিরের মতো মিথ্যা কথা লিখে ফেললেই হয়ে যাবে। অথবা, এটি কোনো উপন্যাসও ছিলো না যে, হুমায়ুন আহমদের মতো এক রাতেই একটা উপন্যাস লিখে ফেলা যায়। এটি ছিলো একটি অভিধান। আমরা জানি, একটি অভিধানের প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি শব্দ লিখার জন্যে অনেক রিসার্চ করতে হয়।

বর্তমানে আমাদের কাছে কম্পিউটার, ইন্টারনেট, গুগল সব থাকলেও ইবনে মানজুরের মতো একটা অভিধান লিখা আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং, আমরা প্রযুক্তির যুগে বাস করি বলেই আমরা অতীতের মানুষদের থেকে বেশি জ্ঞানী ও উন্নত, তা বলা যায় না।

আরো পোস্ট