বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও দেশের সর্বত্র এত দুর্নীতি কেন?

বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও দেশের সর্বত্র এত দুর্নীতি কেন?

একটি জরিপের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি।

মানুষের মূল্যবোধ জরিপ করে বিশ্বের যেসব সংগঠন, তাদের মধ্যে প্রসিদ্ধ একটি সগঠনের নাম হলো World Values Survey । বাংলাদেশকে নিয়ে তারা একটি জরিপ করেছিল অনেক আগে, কমেন্টে জরিপের মূল লিঙ্কটি দিয়ে দিয়েছি। ঐ জরিপটি থেকে এখানে দুটি প্রশ্ন তুলে দিচ্ছি।

: আপনি কি আল্লাহ বা স্রষ্টাকে বিশ্বাস করেন?

এর জবাবে, ৯৯.১% মানুষ বলেছে ‘হ্যাঁ’। ০.৫% মানুষ বলেছে ‘না’, এবং ০.৪% মানুষ বলেছে ‘জানি না’।

উত্তরটি দেখে আমরা হয়তো খুব খুশী হয়েছি। মনে হচ্ছে, নাস্তিক মুক্ত এক বাংলাদেশ দেখছি। তো চলুন, এবার অন্য একটি প্রশ্ন দেখি।

: আপনি কি মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করেন?

এর জবাবে, মাত্র ৫৩.৮% মানুষ বলেছে ‘হ্যাঁ’। বাকি ৪২.৩% মানুষ বলেছে ‘না’, এবং ৩.৯% মানুষ বলেছে ‘জানি না’।

কি বুঝলেন?

আমাদের বাংলাদেশের মানুষ যতটা আল্লাহকে বিশ্বাস করে, ঠিক ততটা আখিরাতকে বিশ্বাস করে না। অথচ, আল্লাহকে বিশ্বাস করা যেমন মুসলিম হওয়ার জন্যে শর্ত, তেমনি আখিরাতকে বিশ্বাস করাও শর্ত। 
________

এবার দুর্নীতির হিসাবটা মিলানো একেবারে সহজ হয়ে গেল।

কেন আমাদের ভ্যাট ও করের টাকায় সরকারী দলের নেতা-কর্মীদের বাড়ি-ঘর নির্মাণ করা হয়? কেন সরকারী অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ-ই হয় না? কেন এত মিথ্যা মামলা, হত্যা, গুম ও ধর্ষণ? কেন এত অন্যায়, জুলুম ও অবিচার? কেন এত ছিনতাই, ব্যাংক চুরি, টাকা চুরি, মসজিদের জুতা চুরি, ফেইসবুকের লেখা চুরি?

কারণ একটাই। আমরা বাংলাদেশের মানুষেরা আখিরাতকে বিশ্বাস করি না।

উন্নত দেশের মত আমাদের দেশের সর্বত্র সিসি ক্যামেরা নেই। আমাদের আইন ও বিচার নেই। তাই, আখিরাতের বিচারকে বিশ্বাস না করলে আমাদের দেশের দুর্নীতি কোনো ভাবেই কমা সম্ভব না।

কিন্তু, বাংলাদেশের অনেক মানুষ আখিরাতকে বিশ্বাস করে না। কেউ কেউ আখিরাতকে বিশ্বাস করলেও তার বিশ্বাসের মাত্রা খুবই নিম্নমানের। আমি নিজেকে নিজে বিচার করে বিষয়টি বুঝার চেষ্টা করেছি।

একজন মানুষ সত্যিই যদি আখিরাতকে বিশ্বাস করে, তাহলে তার দ্বারা কোনো দুর্নীতি করা সম্ভব না।
________

ও… একটি কথা বলতে ভুলে গেছি। সময় থাকলে কমেন্টে দেয়া জরিপটি দেখতে পারেন। বাংলাদেশী মানুষদের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় খুঁজে পাবেন।

June 4, 2017 at 10:56 AM 

আরো পোস্ট