পুরাতন গণতন্ত্রকে মেরামত করেই ন্যায় প্রতিষ্ঠার নতুন ব্যবস্থা তৈরি করতে হবে

ন্যায় প্রতিষ্ঠার জন্যে গণতান্ত্রিক পদ্ধতি শতভাগ কার্যকরী কোনো পদ্ধতি নয়। তবে, বর্তমানে যে কয়টি শাসন ব্যবস্থা রয়েছে, তন্মধ্যে গণতন্ত্র হচ্ছে মন্দের ভালো। গণতন্ত্র থেকে বের হয়ে গেলে আমাদেরকে হয় একনায়কতন্ত্র গ্রহণ করতে হবে, নতুবা রাজতন্ত্র গ্রহণ করতে হবে। দুটোই জুলুমের হাতিয়ার। যেহেতু গণতন্ত্রের চেয়ে ভালো কোনো শাসন ব্যবস্থা এখন পৃথিবীতে কোথাও নেই, তাই গণতন্ত্রকেই আপাতত মন্দের ভালো হিসাবে গ্রহণ করতে হবে।

ইউসুফ (আ) যেমন প্রচলিত শাসন ব্যবস্থার মধ্যে প্রবেশ করে, সেই শাসন ব্যবস্থার সংস্কার করেছিলেন, তেমনি আমাদেরকেও প্রচলিত গণতন্ত্রে প্রবেশ করে, সেই গণতন্ত্রের সমস্যাগুলোকে দূর করতে হবে। গণতন্ত্র থেকে দূরে থাকলে একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে এসে চেপে বসবে। যেমন এখন বাংলাদেশের ঘাড়ের উপর ফ্যাসিবাদ চেপে বসেছে।

গণতন্ত্রের আপডেট ভার্সন আমাদের প্রয়োজন, কিন্তু সেটি শূন্য থেকে সৃষ্টি করা যাবে না। পুরাতন গণতন্ত্রকে মেরামত করেই নতুন গণতন্ত্র বা ন্যায় প্রতিষ্ঠার নতুন ব্যবস্থা তৈরি করতে হবে।

7 May 2019 at 03:22 · Pm

আরো পোস্ট