শিরোনামহীন আদালত ও স্বাধীনতা সেপ্টেম্বর ৯, ২০২৪সেপ্টেম্বর ৯, ২০২৪ পড়তে সময় লাগবে 1 মিনিট আদালত ছাড়া স্বাধীনতা হয় না। আদালত কী? যে যা প্রাপ্য, তাকে সেটা দেওয়া। পা চায় জুতা, তাকে টুপি দেওয়ার স্বাধীনতাকে জুলুম বলে। পা-কে জুতা দেওয়াকে আদালত বলে।