“ক্ষুদে চিন্তা”
সম্পদ বাড়লে বাড়ে শত্রু,
জ্ঞান বাড়লে বাড়ে বন্ধু।
3 Apr 3:07am 2020
চিন্তা করা ছাড়া কথা বলার শাস্তি হলো কথা বলার পরে দুশ্চিন্তা বেড়ে যাওয়া।
3Apr 3:15 am 2020
সুখ হলো নিজের যা আছে, তাকে যথেষ্ট মনে করা। সুখ হলো অন্যের কাছে থেকে পাবার আশা ত্যাগ করা। সুখ হলো যা প্রয়োজন তা কেবল আল্লাহকে বলা। সুখ হলো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন না থাকা।
4 Apr 2:39am 2020
‘হাসি’কে হৃদয়ের ঘরে আমন্ত্রণ জানানোর আগে ‘কান্না’ দিয়ে হৃদয়ের ঘরকে ধুয়েমুছে রাখতে হয়।
4 Apr 2:48 am 2020
ভিন্ন হওয়া মানে বিচ্ছিন্ন হওয়া নয়। একটি গাছের দুটি ডাল একে অপরের থেকে ভিন্ন হয়, কিন্তু বিচ্ছিন্ন নয়।
ভিন্ন মতের সাথে একসাথে বসবাস-ই হলো কোরআনের পরামর্শ।
মানুষে মানুষে চিন্তার ভিন্নতা খুবই স্বাভাবিক বিষয়।(আল কোরআন, ৪৯:১৩, ১০:১৯)। কিন্তু মানুষে মানুষে বিচ্ছেদ হওয়াটা খুবই খারাপ বিষয়। (আল কোরআন, ৩:১০৩)।
4 Apr 12:53 pm 2020
সত্য বলে কেউ কিছু হারায় না; কেবল মিথ্যা বন্ধুত্ব হারিয়ে যায়।
5Apr 1:35am 2020
দোয়া করা হলো ঘরের জানালা খুলে দেয়ার মতো কাজ। জানালা খুলে দিলে যেমন বাতাস তার স্বাভাবিক গতিতেই ঘরে প্রবেশ করবে, বাতাসের জন্যে তাড়াহুড়া করে লাভ নেই। তেমনি দোয়া করলে তা স্বাভাবিক গতিতেই কবুল করা হয়, এর জন্যে তাড়াহুড়া করে লাভ নেই।
6Apr 6:23 am 2020