কেমন রাষ্ট্র চাই “দুর্নীতিমুক্ত না ধর্মনিরপেক্ষ”?

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষ শাসনপদ্ধতি চান অনেকেই। কারণ, দুই ধর্মের মানুষের মাঝে ঝগড়া লাগলে যাতে কোনো ধর্মের মানুষকে অগ্রিম ভালো মনে করে রায় না দেয়া হয়। ইনসাফ কায়েম করার এটি একটি ভালো পদ্ধতি। কিন্তু এটাও মনে রাখা উচিত, আমাদের দেশে ধর্ম নিয়ে যত ঝগড়া, মারামারি ও খুনাখুনি হয়, তারচেয়ে হাজারগুণ বেশি ঝগড়া, মারামারি ও খুনাখুনি হয় সম্পদ নিয়ে। সুতরাং, একটি রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হবার আগে সম্পদ-নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ, আদালত, বিচারক ও শাসককে হতে হবে সম্পদ-নিরপেক্ষ বা সম্পদমুক্ত; যাতে সবসময়ে কেবল ধনী ও ব্যবসায়ীদের পক্ষেই রায় না যায়। 

যতদিন কোনো রাষ্ট্র দুর্নীতিমুক্ত হয় না, ততদিন ধর্মনিরপেক্ষের আলাপ অর্থহীন।

Dec 18, 2019, 2:07 PM

আরো পোস্ট