ইসলামী দলগুলোর জন্য কিছু শিক্ষণীয় বিষয়

তরুণদের আন্দোলন সফল হয়েছে। তাই এ আন্দোলন থেকে ইসলামী দলগুলোর অনেক কিছুই শেখার আছে।

১) বাংলাদেশের জন্যে শেখ মুজিব খুবই গুরুত্বপূর্ণ একটি ডিসকোর্স বা বয়ান। তাই শেখ মুজিবকে বর্তমান আওয়ামীলীগের বাইরে চিন্তা করতে হবে। শেখ মুজিবকে মুসলিম লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে গ্রহণ করে ইসলামী রাজনীতিতে তার স্থান করে দেয়া প্রয়োজন।

এ কাজটা তুরস্কেও হয়েছে। তুরস্কের বর্তমান ক্ষমতাশীল ইসলামপন্থী দল একে পার্টি তাদের জাতীর পিতা মোস্তফা কামালকে নতুনভাবে এবং নতুন বয়ানে হাজির করেছিলেন। এখনো এরদোয়ান তার অনেক বক্তব্যে মোস্তফা কামাল থেকে উদ্ধৃতি দিয়ে নিজের মতকে প্রতিষ্ঠিত করেন। সুতরাং, কোটা সংস্কার আন্দোলনের মতোই শেখ মুজিবকে সাথে নিয়েই ইসলামপন্থীদের রাজনীতির পথ খোঁজা প্রয়োজন।

২) রাসুল (স)-এর দাওয়াতি কাজে, মসজিদে ও জিহাদে নারীদের যেমন অংশগ্রহণ ছিলো, তেমনি ইসলামী রাজনীতিতেও পুরুষদের সাথেই নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলন সফল হবার পিছনে নারীরা অনেক বেশি ভূমিকা পালন করেছিলেন।

৩) দেশপ্রেমের ভিত্তিতে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যকে প্রতিহত করা যায়, এটি এই আন্দোলন থেকে শেখার আছে। ইসলামী রাজনীতি করতে হলে, নামে ‘ইসলামী’ না হয়ে, কাজে ‘ইসলামী’ হওয়া প্রয়োজন। কোথায় কোথায় বৈষম্য ও জুলুম রয়েছে, এবং কিভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, মানুষকে তা স্পষ্ট বুঝিয়ে দেয়া প্রয়োজন। অর্থাৎ, সকল বৈষম্যের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক স্পষ্ট বয়ান তৈরি করতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে এটা বৈষম্য।

12 April 2018 at 00:36 ·

আরো পোস্ট