উস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গির, আল্লাহর পথে দাওয়াত

“আমরা দেখেছি যে, দা’ওয়াত, আদেশ, নিষেধ, বা দীন প্রতিষ্ঠার দায়িত্ব মুসলিম উম্মাহর সামগ্রিক দায়িত্ব ও ফরযে কিফায়া। প্রত্যেক জনগোষ্ঠীর সংশ্লিষ্ট কিছু মানুষ এ দায়িত্ব পালন করলে বাকীদের জন্য তা নফলে পরিণত হয়। যিনি এ দায়িত্ব পালন করবেন তিনি এর মহান সাওয়াব ও মর্যাদা অর্জন করবেন। কিন্তু অন্যদের কোনো গুনাহ হবে না। পক্ষান্তরে, পিতামাতার খেদমত, স্ত্রী-সন্তানের ভরণপোষণ, তাঁদের পূর্ণ মুসলিমরূপে প্রতিপালন, কর্মস্থলের চুক্তি পালন ইত্যাদি মুসলিমের জন্যে ফরজে আইন। দা’ওয়াতে অগণিত সাওয়াব ও ফযীলতের কথা শুনে বা বিশ্বে ইসলামকে বিজয়ী করার আবেগে যদি আমরা আমাদের ফরযে আইন ইবাদতগুলোতে অবহেলা করে ফরজে কিফায়া বা নফল পর্যায়ের দা’ওয়াত, আদেশ বা নিষেধে রত হই, তাহলে তা আমাদের ধ্বংস ও ক্ষতির প্রথ প্রশস্ত করবে।”

– উস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গির, আল্লাহর পথে দাওয়াত, পৃ – ৭১

20 May 2019 at 05:23 · Public

আরো পোস্ট