ইসলামি জ্ঞান বলতে কি বুঝি?
ইসলামি জ্ঞানের বিপরীতে যে জ্ঞান রয়েছে, তাকে ‘সেকুলার জ্ঞান’ বা ‘অ-ইসলামি জ্ঞান’ বলা যায় না। কারণ, ইমাম গাজালির মতে, কোরআন ও হাদিস ব্যতীত কোনো ইসলামি জ্ঞান নেই। আরবি ভাষা, ফিকাহ, নবী-রাসুলদের জীবনী, সিরাত, সাহাবীদের ইতিহাস, কালাম, মানতিক, বালাগাত, তাফসীর সহ আরো যেগুলোকে আমরা ইসলামি জ্ঞান হিসাবে জানি, সেগুলোও আসলে মানুষের জ্ঞান-বুদ্ধি থেকেই উৎপন্ন। অন্যদিকে যেগুলোকে আমরা ‘অ-ইসলামি জ্ঞান’ বলি, সেগুলোও মানুষের জ্ঞান-বুদ্ধি থেকেই উৎপন্ন। সুতরাং, কোরআন ও হাদিসের বাইরে অন্য কিছু ইসলামি জ্ঞান নয়।
প্রচলিত অর্থে, ইসলামি জ্ঞান মানে যে জ্ঞানে কোরআন-হাদিস থেকে রেফারেন্স দেয়া হয়। কিন্তু কোনো জ্ঞানে যদি কোরআন-হাদিস থেকে রেফারেন্স না দেয়া হয়, তাহলেই সেটা সেকুলার জ্ঞান বা অ-ইসলামি জ্ঞান হয়ে যায় না। যেমন, গণিত, পদার্থ, রসায়ন, হিসাববিজ্ঞান সহ যেসব জ্ঞানে কোরআন-হাদিস থেকে রেফারেন্স দেয়া হয় না, সেগুলো সেকুলার বা অ-ইসলামি জ্ঞান নয়।
20 February 8:57pm 2020