বিপ্লব হলো জুমার নামাজের মতো

বিপ্লব হলো জুমার নামাজের মতো।

জুমার নামাজে ইমামের ডাকে মুসল্লিরা মসজিদে আসেন না, মসজিদে আসেন নিজের গরজে। আল্লাহর ডাকে।

জুমার নামাজে অনেক মুসল্লি জড়ো করাটা ইমামের যোগ্যতা না। মানুষ নিজের প্রয়োজনে জড়ো হয়। আবার নামাজ শেষে দ্রুত নিজের প্রয়োজনে বের হয়ে যায়। ইমামের কথার প্রতি তত নজর দেয় না।

জুমুআর আযান না হলে, আযান শুনতে না পেলেও ঐদিন মানুষ ঘর থেকে বের হবে।

জুলাই বিপ্লবে কেউ নিজেকে হিরো মনে করার কোনও কারণ নেই। দু’একজনের কথায় সকল মানুষ একত্রিত হয়নি। একত্রিত হয়েছে নিজেদের অধিকার অদায়ের জন্যে।

হিরোইজম চর্চা করে কাউকে হাসিনার মত অহংকারী বানাবেন না প্লিজ।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক