জিন্নাহ ছাড়া শেখ মুজিব

একজন বললো, ২৪ এর স্বাধীনতা ও আবু সাইদকে যেমন আমরা সম্মান করি, তেমনি ৭১ এর মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবকেও আমাদের সম্মান করা উচিত। কারণ, দুইটাই আমাদের স্বাধীনতা।

কথা হলো, যদি সম্মান করতে হয় সবাইকে সম্মান করতে হবে। আমাদের স্বাধীনতা ২ টা নয়, ছিলো ৩ টা।

১৯৪৭ সালে আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছিলাম। আমাদের স্বাধীনতার জন্যে নেতৃত্ব দিয়েছিলো জিন্নাহ।

১৯৭১ সালে আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীনতা পেয়েছিলাম। শেখ মুজিব তখন নেতৃত্ব দিয়েছিলো।

২০২৪ সাথে আমরা ফ্যাসিবাদী হাসিনা থেকে স্বাধীনতা পেয়েছি। আবু সাইদের মত শহীদ ছাত্ররা আমাদের নেতৃত্ব দিয়েছিলো।

এখন কেউ যদি ২৪ এর স্বাধীনতার সাথে ৭১ এর স্বাধীনতাকে যুক্ত করতে চায়, তাহলে তাকে ৪৭ এর স্বাধীনতাকেও সাথে রাখতে হবে। আর কেউ যদি ৪৭ কে ভুলিয়ে দিতে চায়, তাহলে আমরাও ৭১ কে ভুলে যাবো।

কেউ যদি আবু সাইদের সাথে শেখ মুজিবকে রাখতে চায়, তাহলে তাকে জিন্নাহকেও একইসাথে রাখতে হবে। কিন্তু কেউ যদি জিন্নাহকে ভুলিয়ে দিতে চায়, তাহলে আমরাও শেখ মুজিবকে ভুলে যাবো।

৭১ এর স্বাধীনতাপ্রাপ্তরা যদি তাঁদের আগের ৪৭ এর স্বাধীনতাপ্রাপ্তদের ভুলে যান, তাহলে আমরা ২৪ এর স্বাধীনতাপ্রাপ্তরাও আমাদের আগের ৭১ এর স্বাধীনতাকে ভুলে যাবো।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক